chitika.net, arafat2019, DIRECT
contextweb.com, 560544, RESELLER
google.com, pub-6282801281028626, RESELLER, f08c47fec0942fa0
appnexus.com, 1888, RESELLER
adtech.com, 10475, RESELLER




Friday, May 20, 2016

Robi 1GB @tk9 Reactivation/Bondho sim offer 2016 !






Robi 1GB internet at only 9Taka on Reactivation/Bondho sim 



আজীবন মেয়াদসহ যেকোনো নম্বরে ১ পয়সা/সেকেন্ড কলরেট অফার
  • ৯ অথবা ২৯ টাকা রিচার্জ করে গ্রাহকরা এই স্পেশাল কলরেট সুবিধা উপভোগ  করতে পারবেন
  • গ্রাহকের সিমটি অবশ্যই  চালু থাকতে হবে। একটানা ৬০ দিন  বা তার বেশি চালু না থাকলে গ্রাহক আর এই অফার উপভোগ করতে পারবেন না
  • গ্রাহকরা অন্য কোনো অফার অথবা প্যাকেজে মাইগ্রেট হলে এই অফারে আর ফিরে আসতে পারবেন না
  • ৯ টাকা অথবা ২৯ টাকা রিচার্জ ব্যতীত ট্যারিফ ১৮ পয়সা/ ১০ সেকেন্ড প্রযোজ্য 

যেকোনো রিচার্জে ১০০% বোনাস
  • এই ১০০% বোনাস সুবিধা উপভোগ করতে হলে গ্রাহককে ৯/২৯ টাকা রিচার্জ করতে হবে
  • ৯ টাকা/২৯ টাকা রিচার্জ করার পর পরবর্তী যেকোনো রিচার্জে ১০০% রবি-রবি বোনাস মিনিট অফার চালু হয়ে যাবে; সেই বোনাসের মেয়াদ হবে ২ দিন ( গ্রাহক যদি ৯ টাকা/২৯ টাকা প্রথম রিচার্জ করার পর ৫ টাকা রিচার্জ করে তাহলে গ্রাহক ৫ মিনিট রবি-রবি বোনাস পাবে যার মেয়াদ থাকবে ২ দিন)
  • ৯ টাকা রিচার্জে ১০০% বোনাস অফার উপভোগ করা যাবে ১০ দিন পর্যন্ত এবং ২৯ টাকা রিচার্জে ১০০% বোনাস অফার উপভোগ করা যাবে ৩০ দিন পর্যন্ত। তার মানে গ্রাহক ৯ টাকা রিচার্জ করার পরের ১০ দিন যেকোনো রিচার্জ করলেই ১০০% রবি-রবি বোনাস মিনিট পাবে এবং ২৯ টাকা রিচার্জের পরের ৩০ দিন রিচার্জে ১০০% রবি-রবি বোনাস মিনিট পাবে 
  • ১০ দিন/৩০ দিনের মেয়াদ শেষ হবার পর গ্রাহককে এই অফার পেতে হলে আবার ৯ টাকা/২৯ টাকা রিচার্জ করতে হবে
  • বোনাস টকটাইম শুধু রবি-রবি কথা বলার জন্য প্রযোজ্য হবে
  • ৮ টাকা, ৩৩ টাকা, ৪১ টাকা, ৫৯ টাকা, ৭৮ টাকা, ৯১ টাকা এবং ২২৯ টাকা ব্যতীত অন্য যেকোনো রিচার্জের ক্ষেত্রে ১০০% বোনাস অফারটি প্রযোজ্য হবে


৯ টাকায় ১ জিবি ইন্টারনেট
  • এই প্যাক-এর মূল্য ৯ টাকা
  • মেয়াদ হবে ৭ দিন
  • প্যাকটি কিনতে ডায়াল করুন *৮৬৬৬*০৯০#  
  • গ্রাহক ৭ দিনে শুধু একবারই এই প্যাকটি কিনতে পারবেন
  • গ্রাহকরা প্রতিদিন রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই প্যাকটি ব্যবহার করতে পারবেন
  • ডাটা ব্যালেন্স জানতে গ্রাহককে *৮৪৪৪*৮৮# নাম্বারে ডায়াল করতে হবে।

বন্ধ সংযোগের জন্য অন্যান্য বিশেষ নির্দেশিকা
  • রবি বন্ধ সংযোগ থেকে যেকোনো চার্জযোগ্য কার্যক্রম করার ৭২ ঘণ্টার মধ্যেই অফার শুরু হবে
  • এই অফার অব্যবহৃত সকল প্রিপেইড (পোস্টপেইড, এসএমই, উদ্যোক্তা, ইজিলোড ও কর্পোরেট ব্যতীত) সংযোগের জন্য প্রযোজ্য
  • এই অফারটি আপনার বন্ধ সংযোগের জন্য প্রযোজ্য কিনা জানতে A < স্পেস > ০১৮XXXXXXXX লিখে যেকোনো রবি নম্বর থেকে ফ্রি এসএমএস করুন ৮০৫০ নম্বরে
  • পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই অফার প্রযোজ্য থাকবে
  • উপরিউক্ত মূল্যের সাথে ৩% সম্পূরক শুল্ক, ১৫% ভ্যাট ও ১% সারচার্জ প্রযোজ্য

No comments:

Post a Comment